সন্তানকে যন্ত্র না বানিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে
সন্তানকে এ-প্লাস পাওয়ার যন্ত্র না বানিয়ে বিশ্বজয় করবার উপযোগী ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে উপস্থিত অভিভাবক ও ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন এস্ট্রো অলিম্পিয়াড-২০১৭ অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
দিশা টাওয়ারের কনফারেন্স রুমে “ক্ষুদ্র স্বপ্ন নিয়ে একদিন করব বিশ্বজয়” এই শ্লোগানকে সামনে রেখে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। কুষ্টিয়া সায়েন্স সোসাইটির সভাপতি শাহরিয়াজ্জামান ধ্রুব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন তোমারা কোমলমতি শিশু-কিশোররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
তোমাদেরকে পুঠিগত শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার দিকে মনোয়োগী হতে হবে। তিনি বলেন তোমরা জীবনের যেকোন পরীক্ষায় কখনও অসুদপায় অবলম্বন করবে না। তোমাদেরকে জীবন ও জগৎকে দেখতে হবে এবং প্রকৃতিকে বুঝতে হবে। এজন্য বেশি বেশি ঘরের বাইরে আসতে হবে। তিনি আরো বলেন আমাদের দৈনন্দিন জীবনে যে ডিজিটালাইজেশন হয়েছে সেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের একীভ’ত হতে হবে। আমরা আজ মহাকাশে নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছি।
আমরা আজ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে কানেক্ট হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। তিনি উপস্থিত শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসাবে নিজেদের গড়ে তুলবার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, কেএনবির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান।
পরে দিনব্যাপী এস্ট্রো অলিম্পিয়াড-২০১৭ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।