নজরুল বিশ্ববিদ্যালয়ে শব্দমঙ্গলে পাঠ উন্মোচন
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ‘শব্দমঙ্গলের দ্বিতীয় সংখ্যার (পাণ্ডুলিপি সংখ্যা) পাঠ উন্মোচন’।
মঙ্গলবার কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ‘গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে’ পাঠ উন্মোচন অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- কথা সাহিত্যিক স্বকৃত নোমান, বাংলা একাডেমি, কথা সাহিত্যিক খালিদ মারুফ, বাংলা একাডেমি,কবি অরবিন্দ চক্রবর্তী, সম্পাদক ‘মাদুলী’, কবি মাহফুজ পাঠক, সম্পাদক ‘শঙ্খচিল’, কবি রক্তিম রাজিব, কবি মহিম সন্ন্যাসী এবং ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ থেকে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক মাহমুদ বাবু, কবি আনিস আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, এবং শিক্ষার্থীরা।
‘শব্দমঙ্গল’ – সৃজনশীলতার নিবিড় চর্চায় বিশ্বাসী একটি সাহিত্য বিষয়ক সংগঠন। মূলত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কিছু সৃষ্টিপাগল, তরুণ, কবিতাপ্রেমী শিক্ষক এবং শিক্ষার্থীর উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক আড্ডার মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের কবিতা পাঠের সংগঠন ‘ওঙ্কার’– এর কবিতা আবৃত্তি, কবিতার কোরাস এবং গানের আড্ডা বারামখানা’র বিশেষ সংগীত পরিবেশনা সেদিনের সন্ধ্যাকে আরও মনোমুগ্ধকর করে তুলে।