কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বইমেলা

শিক্ষার্থীদের বইমুখী করে গড়ে তোলার লক্ষ্যে ‘দিশা’ দেশব্যাপী আয়োজন করেছে ভ্রাম্যমাণ বইমেলা। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোস্যাল এডভান্সমেন্টর (দিশা) সামাজিক আলোঘর প্রোগ্রাম দিশার উদ্যোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে এক দিনের ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছিল।

Post MIddle

বুধবার (২০ সেপ্টেম্বর) গাহি ‘সাম্যের গান মুক্তমঞ্চে’ এই বই মেলার আয়োজন করা হয়। বই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও (দায়িত্বপ্রাপ্ত) উপাচার্য প্রফেসর এ এম এম শামসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, দিশার বিজিনেস ডেভেলপমেন্ট এডভাইজার জেসি স্মিথ, দিশার প্রধান নির্বাহী ও আলোকঘর প্রকাশনার প্রতিষ্ঠাতা মো. সহিদ উল্লাহ প্রমুখ।

পছন্দের আরো পোস্ট