ইবির নতুন বিভাগ খোলার জন্য ইউজিসি’র ভৌত অবকাঠামো পরিদর্শন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ৮টি নতুন বিভাগ অনুমোদনের জন্য ভৌত অবকাঠামো পরিদর্শন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে যে নতুন ৮টি বিভাগ খোলা হবে সেগুলো হচ্ছে – ১) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ২) ফার্মেসী ৩) ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি ৪) ‘ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ৫) ডিভোলপমেন্ট ম্যানেজমেন্ট ৬) সোস্যাল ওয়েলফার ৭) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৮) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট। এ ব্যাপারে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৩ সদস্য বিশিষ্ট কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগগুলো সরেজমিনে প্রদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ খোলার জন্য সার্বিক অবকাঠামোগত সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন দলে ছিলেন প্রফেসর ড. মোঃ শাহ নওয়াজ আলি, সদস্য, ইউ জি সি, খন্দকার হামিদুর রহমান, পরিচালক, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউ জি সি, ও মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউ, জি সি। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ- উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও বিভিন্ন অনুষদের ডীনবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।