জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিকী অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনার দুইটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। সকাল দশটায় সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি করতে পারে। উপাচার্য গবেষণা কাজে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদ ডিন ও প্রো- উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন।

Post MIddle

বেলা এগারোটায় উপাচার্য কলা ও মানবিকী অনুষদের সেমিনার উদ্বোধন করেন। এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদ ডিন প্রফেসর ড. মোজাম্মেল হক। সেমিনারে স্ব স্ব অনুষদের শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট