নোবিপ্রবির নতুন দুই প্রভোস্ট কে সংবর্ধনা
নোয়াখালী বিজ্ঞান ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হল ও ভাষা শহীদ আব্দুস সালাম হলের নতুন প্রভোস্ট ড.আতিকুর রহমান ভূঞা ও ড.গাজী মোঃ মহসীন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোবিপ্রবির অঞ্চল ভিত্তিক সংগঠন “নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী “।
আজ বুধবার ( ২০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সাজেদুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ সংগঠনের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, “আমরা প্রভোস্ট মহোদয় স্যারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি এবং হল আবাসন ব্যবস্থার অবস্থা তুলে ধরেছি। এমন দুইজন শিক্ষার্থী বান্ধব স্যারকে দুই হলের অভিভাবক করার জন্য মাননীয় উপাচার্য মহোদয় কে অনেক ধন্যবাদ জানাই । তাছাড়া প্রভোস্ট স্যারবৃন্দ নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসীর সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন”।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান মনোনীত এ দুইজন শিক্ষককে রেজিস্টার অফিস কর্তৃক গত রবিবার (১৭সেপ্টেম্বর) প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হন ।