জাবিতে রোভার স্কাউটের নতুন কমিটি গঠন
ইতিহাস বিভাগের নওশাদ নাবিলকে (৪২ ব্যাচ) সভাপতি (সিনিয়র রোভার মেট) ও গনিত বিভাগের সাব্বির আহমেদকে (৪৪ ব্যাচ) সাধারণ সম্পাদক (সিনিয়র রোভার মেট) করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ২০১৭-১৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করেছে।
আজ (২০ সেপ্টেম্বর) বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নতুন কমিটির নাম ঘোষনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের লিডার ড. খন্দকার শামীম আহমেদ।
কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক আবু নাহিয়ান (আই আর-৪৫), দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আল গালিব (ভূগোল ৪৫), প্রচার সম্পাদক খলিল (ভ’গোল-৪৫), আইটি সম্পাদক আমিরুল ইসলাম (গণিত-৪৫), সাহিত্য সম্পাদক তুহিন (গনিত ৪৫), মিডিয়া সম্পাদক নীল (নাটক-৪৫), পাঠাগার সম্পাদক মুনা (দর্শন-৪৫), প্রকাশনা সম্পাদক সাজিদ (বাংলা -৪৫)।