ড্যফোডিল পলিটেকনিকের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
গতকাল (১৮ সেপ্টেম্বর) সোমবার স্কিল এন্ড এনহেন্সমেন্ট প্রকল্পের (স্টেপ) আওতায় ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ড্যফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের জুলাই- ডিসেম্বর, ২০১৬ এবং জানুয়ারী- জুন, ২০১৭ সেশনের বৃত্তিপ্রাপ্ত ২০৫ জন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আজাদ, এনডিসি, যুগ্ন‘ সচিব ও প্রকল্প পরিচালক, স্টেপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জয়দেব চন্দ্র সাহা, উপ প্রকল্প পরিচালক, স্টেপ, মোঃ জিল্লুর রহমান, কমিউনিকেশন এন্ড মবিলাইজেশন স্পেশিয়ালিষ্ট, স্টেপ।
উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আযহারুল ইসলাম এবং অনুষ্ঠান সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীর মাঝে মোট ১৯ লক্ষ ৬৮ হাজার টাকার প্রতিকি চেক প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদান করেন।