জাবিসাস পরিদর্শনে মাহফুজ আনাম
সোমবার সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) পরিদর্শন করেন ”ডেইলি স্টার” এর প্রতিথযশা সম্পাদক মাহফুজ আনাম।এসময় তিনি সাংবাদিক সমিতির সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মাহফুজ আনাম তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন ”সাংবাদিকতা একটি ফ্যাশন নয় এটা মহান পেশা। সাধারণ মানুষের কথা সবমহলে প্রচার ও সমাজের অসঙ্গতি দুরীভূত করার জন্য সাংবাদিকদেরকে সত্যানুসন্ধানী হতে হবে।মানব কল্যানের সদিচ্ছা না থাকলে সাংবাদিকতার মানে হয় না”।
এছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্নত্তোর প্রদান করেন, নবম ওয়েজবোর্ড নিয়ে কথা বলেন এবং দেশে বিদেশে সাংবাদিকতার অবস্থান ও অনিরাপত্তা সম্পর্কে আলোচনা করেন ।
এময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিএসসির পরিচালক অধ্যাপক বশির আহমেদ,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী জাকির হেসেন,সাবেক সেক্রটারী মেসবাহ উদ্দিন তুহিন, জাবিসাসের বর্তমান সভাপতি মওদুদ সুজন,সেক্রেটারী শামীম কবির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ