ইবিতে যৌন হয়রানি প্রতিরোধকল্পে সচেতনতামূলক কর্মসূচি
“যৌন নির্যাতন নারীর নয়, কাপুরুষের লজ্জা” শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে যৌন নির্যাতন, হয়রানি, ইভটিজিং বন্ধে শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসিম বানু’র নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসাবে হলের হল-রুমে রাত ৮টায় প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান-এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, হলের প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, আইন সেল-এর প্রশাসক প্রফেসর ড. রেবা ম-ল, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইকবাল হোছাইন বক্তব্য রাখেন। কর্মসূচি চলাকালে হলের ছাত্রীরা ক্যাম্পাসে যৌন হয়রানির অভিজ্ঞতা এবং বিভিন্ন অভিযোগ কমিটির সামনে তুলে ধরেন।