নোবিপ্রবি ছাত্র-ছাত্রী হলে নতুন প্রভোস্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট পরিবর্তন হয়েছে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান মনোনীত দুইজন শিক্ষককে রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক স্বাক্ষরিত এ আদেশ পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের “বিবি খাদিজা” ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হলেন কৃষি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভুঁঞা এবং একমাত্র ছাত্রহল “ভাষা শহীদ আব্দুস সালাম ” এর প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গাজী মহসীন।
আগামীকাল মঙ্গলবার থেকে তাদের এ নতুন দায়িত্বে যোগদানের কথা রয়েছে।