ইবি প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। রবিবার রাতে (ভারপ্রাপ্ত) রেজিষ্ট্রার এস.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ১৭ই সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘প্রক্টরের হাওয়াই গাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত জ্বালানি পোড়ানোর অভিযোগ তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান, সদস্য পরিবহন প্রশাসক প্রফেসর ড. সাইদুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসানুল আম্বিয়া এবং পরিবহন অফিসের সহকারী রেজিষ্ট্রার মওদুদ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিকে যথাশীঘ্র সম্ভব তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।