অনুষ্ঠিত হল ঢাবির ‘সি’ ইউনিটের পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, এবার ১২৫০ টি আসনের জন্য ২৯ হাজার ৯৫৪ জন আবেদন করেছে। প্রতি সিটে ২৪ জন লড়ছে।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৫৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের পাঁচটি কেন্দ্র হলো- বাংলাদশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষত হাইস্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ।

Post MIddle

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা দিতে ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আঞ্চলিক সংগঠন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিভিন্ন বুথ বসায়। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি।

পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ও বিভিন্ন ধরণের ডিভাইস দিয়ে জালিয়াতি ঠেকাতে ভর্তি পরীক্ষায় এবার হলের প্রবেশ গেটে ছিল পুলিশের মেটাল ডিটেক্টর ব্যবস্থা।

এ বিষয়ে ঢাবির প্রক্টর বলেন, আমরা এবারো সতর্ ছিলাম। অতীতের তুলনায় এখন জালিয়াতির ধরণ পরিবর্তিত হয়েছে। পরীক্ষায় জালিয়াতি আইনে সাজা হচ্ছে দুই বছর কারাদণ্ড এবং যে কোন পরিমাণ অর্থদণ্ড।

 

পছন্দের আরো পোস্ট