জাককানইবিতে ভর্তি আবেদন শুরু ১ অক্টোবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (২০১৭-১৮) শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (রবিবার) হতে ২২ নভেম্বর (বুধবার) পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী (১ অক্টোবর) রবিবার হতে (৫ নভেম্বর) রবিবার পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান-এর সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এবং আগামী ১৯ নভেম্বর ক ইউনিট, ২০ নভেম্বর খ ইউনিট, ২১ নভেম্বর গ ইউনিট এবং ২২ নভেম্বর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০/=(ছয়শত) টাকা প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি এবং ভর্তি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও জাককানইবির ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।