জাপানের কোবে ইনস্টিটিউটে চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিগত ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত জাপান সফর করেন। ৬ সেপ্টেম্বর জাপানের কোবে ইনস্টিটিউট অব কম্পিউটিং KIC এর গ্র্যাজুয়েট স্কুল অব ইনফরমেশন টেকনোলজির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি তথা আই.টি. সেক্টরের উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ অন্যান্য সহায়তা প্রদান বিষয়ে একটি প্রাক Memorendum of Understanding (MOU) মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপাচার্য উক্ত ইনস্টিটিউটের শিক্ষক-গবেষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আই.টি. সেক্টরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত শিক্ষক-গবেষকবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তাঁদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং MOU এর ব্যাপারে একমত পোষণ করেন।

Post MIddle

এ সময় উক্ত ইনস্টিটিউটের সংশ্লিষ্ট উচ্চ পদস্থ শিক্ষক-গবেষক যথাক্রমে Dr. Kenji Fukuoka, Dr.  Mamoru Ito, Dr. Yukinobu Miyamoto এবং Dr. Nick Barua উপস্থিত ছিলেন।

উপাচার্য এ মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, এ MOU এর কার্যক্রম সুসম্পন্ন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারে সক্ষম মানবসম্পদ উৎপাদনের সুযোগ অবারিত হবে, যারা জাতির জনক বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

পছন্দের আরো পোস্ট