স্কলারশিপ নিয়ে চায়না গেলেন বিইউএফটির যেসব শিক্ষার্থী

জিজিয়ান ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (জিএসটিইউ), চায়না এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি), বাংলাদেশ এর মধ্যে শিক্ষাবিষয়ক সমঝোতা চুক্তির আয়তায় বিইউএফটির ১৪ জন মেধাবী শিক্ষার্থীদের চায়না সরকারের বিশেষ স্কলারশিপে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এ উচ্চ শিক্ষা গ্রহণে জিজিয়ান ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (জিএসটিইউ), চায়না’তে গমণ।

Post MIddle

চায়না সরকারের স্কলারশিপপ্রাপ্ত বিইউএফটি শিক্ষার্থীদের সঙ্গে বিইউএফটি ট্রাষ্টি বোর্ডে সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক; উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ; উপ-উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী আইয়ুব নবী খান; রেজিস্টার আ ন ম রফিকুল আলম এবং সহকারী ম্যানেজার সিইপিডি কামরুন নাহার পান্না, বিইউএফটিসহ প্রমূখ।

পছন্দের আরো পোস্ট