কানাডা শিক্ষার্থীদের আমেরিকা সফর বাতিল

কানাডায় শিক্ষার্থীদের সামারের ছুটি শেষ হলো। কিন্তু প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রে এবার তাদের শিক্ষা সফর হলো না। টরন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ডের অধীনে ৫৮৪টি স্কুলের শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে।

Post MIddle

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নানা পদক্ষেপের কারণে এবছর ২৫টি স্কুলের ট্রিপ বাতিল করেছে টরন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ড। এ প্রসঙ্গে শিক্ষা বিভাগের পরিচালক জন ম্যালয় জানিয়েছেন, এই নিষেধাজ্ঞায় আমাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে। যাতে শিক্ষার্থীরা কোন ধরনের সমস্যায় না পড়ে। সেই ঝামেলার আশংকায় এবার শিক্ষার্থীদের শিক্ষা সফর হচ্ছে না।

এর আগে গার্ল গাইডস অফ কানাডা এবং আরও কয়েকটি স্কুল আমেরিকা সফর সাময়িক ভাবে স্থগিত করে।

পছন্দের আরো পোস্ট