মুখরিত হয়ে উঠছে বেরোবি

পবিত্র ঈদুল আজহার ১০ দিনের ছুটি শেষে রবিবার খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সবধরণের ক্লাস ও পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে, বৃহস্পতিবার থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক কার্যক্রম চালু হবে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক জানান, ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ৮ ও ৯ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে ১০ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল বুধবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হয়েছে এবং শহীদ মুখতার ইলাহী হল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

প্রিয়জনদের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে ইতিমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল এবং আশেপাশের ছাত্রাবাস গুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের পদচারণায় পুনরায় মুখরিত হয়ে উঠছে বেরোবি ক্যাম্পাস।

পছন্দের আরো পোস্ট