বন্যার্তদের সাহায্যে নোবিপ্রবি শিক্ষক সমিতি
দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের সহায়তায় তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি । সেই লক্ষ্যে শিক্ষকবৃন্দগণ নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাদুর্গতদের প্রদানের দিদ্ধান্ত নিয়েছেন ।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) , শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় সবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয় এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ইউসুফ মিঞা জানান, “বিশ্ববিদ্যালয় থেকে বন্যার্তদের জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে ,আমরা শিক্ষক সমিতি একমত পোষণ করছি । এরই ধারাবাহিকতায় শিক্ষক সমিতির কার্যকরী বডির সবার সর্বসম্মতিক্রমে, বন্যার্তদের কিছুটা হলেও কষ্ট লাঘবের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দ একদিনের বেতন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।