যেভাবে অপহরনকারীদের ধরিয়ে দিলো দশম শ্রেনীর ছাত্রী

উপস্থিত বুদ্ধির জেরে পাচারকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি আন্ত:রাজ্য পাচার চক্রের দুই চাঁইকে পুলিশের হাতে ধরিয়ে দিলো দশম শ্রেনীর এক ছাত্রী৷ ঘটনাটি জয়নগর থানার চকপাঁচঘরা হাইস্কুল এলাকার৷ ঘটনায় শারমিনা মন্ডল ও আবু হানিফাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন৷

পুলিশ সূত্রের খবর, গত বুধবার জয়নগরের চকপাঁচঘরা হাইস্কুলের দশম শ্রেনীর এক ছাত্রীকে তারই স্কুলের একাদশ শ্রেনীর এক ছাত্রী বন্ধুর বাড়ি থেকে খাতা আনার নাম করে গোচারণ রেল স্টেশনে নিয়ে যায়৷ সেখানে পানি খাওয়ার অজুহাতে একাদশ শ্রেনীর ছাত্রীটি উধাও হয়ে গেলে সে কান্নায় ভেঙে পড়ে৷ তখনই অপরিচিত যুবতী শারমিনা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে৷ বাড়ি ফিরিয়ে দেওয়ার নাম করে তাঁকে ট্রেনে করে বারুইপুরের একটি বাড়িতে নিয়ে যায়৷

Post MIddle

সেখানে জোর করে তার কানের দুটি সোনার দুল ও স্কুলের পোশাক খুলে নেওয়া হয়৷ টোপ দেওয়া হয়, মুম্বইতে ভালো কাজ পাইয়ে দেওয়ার৷ পরিস্থিতি বেগতিক বুঝে ছাত্রীটি ওই যুবতীকে জানায় যে, তার এক মামার কাছে অনেক টাকা রাখা আছে৷ ফোন করলে সেই টাকা পাওয়া যাবে৷ টাকার লোভে অপহৃত ছাত্রীটিকে ফোন করতে দিলে সে বারুইপুর আছে বলে পরিজনদের জানিয়ে দেয়৷ একইসঙ্গে ওই যুবতীকে সে বলে, বারুইপুর স্টেশনরোড এলাকায় গেলে সে টাকা পাবে৷

এদিকে মেয়ে নিখোঁজের ঘটনায় বুধবার থেকেই উদ্বিগ্ন ছিলেন নিখোঁজ ছাত্রীর পরিবার৷ খবর আসা মাত্রই তাঁরা সবাই বারুইপুর রওনা দেয়৷ এদিকে টাকার লোভে স্টেশনরোড এলাকায় ছাত্রীটিকে নিয়ে আসে ওই যুবতী৷ সেখানে ছাত্রীর পরিজনেরা তাঁকে পাকড়াওয়ের চেষ্টা করলে যুবতীটি পালিয়ে যায়৷ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে জয়নগর থানার পুলিশ৷

এরপরই শনিবার সন্ধ্যার মুখে জয়নগরের ধোসাহাট এলাকা থেকে অপহরণকারী শারমিনা মন্ডল নামের ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ৷ তাকে জেরা করে রাতেই জয়নগরের তিলপি গ্রাম থেকে এই চক্রের মাথা আবু হানিফা নামে এক যুবককে গ্রেফতার করা হয়৷ ঘটনার পর থেকে পলাতক একাদশ শ্রেনীর ছাত্রীটি৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

পছন্দের আরো পোস্ট