সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের ছবি প্রদর্শনী চলছে রাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালের ২ ফেব্রুয়ারিতে সংগঠিত বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি ও লিফলেট প্রদর্শনী চলছে।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলা চত্বরে রাবি শাখা ছাত্র ফেডারেশন আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারির আন্দোলন সম্পর্কে জানাতে এবং বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Post MIddle

বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, ‘২ ফেব্রুয়ারির বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে অটুট হয়ে থাকবে। এখন ক্যাম্পাসে যারা আছে তাদের অধিকাংশই এ আন্দোলন দেখেনি। তাদের কথা মাথায় রেখেই আন্দোলন সম্পর্কে তাদের জানিয়ে দিতেই মূলত এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশ বলেন, ‘স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এতে শিক্ষার্থীরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও দাবি আদায়ে সচেতন হবে।’

বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন। ২ ফেব্রুয়ারির আন্দোলনে যেসব দাবি ছিল তার কোনোটাই ঠিকভাবে মানা হয়নি। দাবিগুলো এখনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাসঙ্গিক।’

দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রদর্শনী শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পছন্দের আরো পোস্ট