বাউবিতে ‘গবেষণা প্রস্তাবনা প্রণয়ন কৌশল’ শীর্ষক কর্মশালা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘গবেষণা প্রস্তাবনা প্রণয়ন কৌশল’ নির্ধারণে দক্ষতা বৃদ্ধির জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে সেমিনার হলে এই অনুষ্ঠান উদ্বোধন ও পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান ।
এসময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূইয়া ও ভারপ্রাপ্ত পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ড. মহা. শফিকুর আলম আলোচনা করেন ।
দিনব্যাপী এ কর্মশালায় মুৃক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ১১জন ও পিএইচডি গবেষণায় ২২ জন নবীন গবেষক অংশ গ্রহণ করে।