বাস উল্টে নোবিপ্রবি শিক্ষার্থী সহ আহত ২৫
নোয়াখালী জেলার সদর উপজেলার জেড মোড় নামক স্থানে সুবর্নচর উপজেলাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যাওয়ায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ৫ জন সহ ২০ জন বাস যাত্রী আহত হয়েছেন।আজ বেলা ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে করে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে শিক্ষার্থীরা এ দুর্ঘটনার শিকার হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদের স্থানীয় সদর হাসপাতাল এবং রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।খবর পেয়ে ফায়ার ব্রিগেড এর একটি টীম এবং পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে উদ্ধার করে।