ইবিতে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আবাসিক হল, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, ছাত্রলীগের নেতাকর্মীসহ সহস্রাধিক উপস্থিতির সমন্বয়ে একটি শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালি শেষে সকাল ১০ টায় অনুষদ ভবন এর কোরিডোরে জাতীর পিতার জীবন দর্শনের উপর নির্মিত বিভিন্ন আলোক চিত্র প্রদর্শিত হয়।জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, সকল পর্যায়ের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম পলাশ, তৌকির মাহফুজ মাসুদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী সদস্যবৃন্দ।

পছন্দের আরো পোস্ট