টিফিনের টাকা ও সেচ্ছাশ্রমে বিদ্যালয় রক্ষা

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষ পুরোনো মিশনারী স্কুল ‘‘রানী খং উচ্চ বিদ্যালয়’’ কে নদী গর্ভে বিলীনের হাত থেকে রক্ষায় কোদাল হাতে নিলো স্কুলের শিক্ষার্থীরা।

Post MIddle

সরেজমিনে গিয়ে দেখাগেছে, সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত মিশনারী স্কুলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার টিফিনের পর প্রিয় স্কুলকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে প্লাল্টিক বস্তা, বালু ও বাঁেশর বেড়া ক্রয় করে ভাঙ্গন রোধে একযোগে সকলেই কাজ করছে। এব্যাপারে স্কুলের এক আদিবাসী ছাত্র সুমন বলেন, আমাদের প্রিয় বিদ্যালয় রক্ষায় আমারা নিজেরাই কাজ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শিক্ষক বলেন, মিশনারী সহায়তায় নির্মিত ২তলা স্কুলটি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য বহু জায়গায় গিয়ে বহু আবেদন করেছি কোন ফল পাইনি।

ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা বলেন, বিষয়টি আমি জানি এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তাও করেছি। বারবার উপজেলা প্রশাসনকে জানানোর পরেও কোন ফল পাইনি। অত্র এলাকার একমাত্র মাধ্যমিক স্কুলটি রক্ষার জন্য সরকারের উচ্চ মহলসহ সকলের হস্তক্ষেপ কামনা করছি।

পছন্দের আরো পোস্ট