জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে কর্মসংস্থান
শতাধিক জাপানী কোম্পানী সমন্বয়ে গঠিত GISHO AIZAN Cooperative Association in Japan & “M/S. Global Recruiting Agency মধ্যে সমাঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়।
সমাঝোতা চুক্তিতে GISHO AIZAN Cooperative Association, Representative Partner, Mika Kanbe & Director Isao Inoue এবং গ্লোবাল রিক্রুটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই সমাঝোতা চুক্তি ফলে বাংলাদেশী যুবক ছাত্র-ছাত্রীরা জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবে। জাপানী ভাষায় প্রশিক্ষণ দিয়ে আগামি বছরের শুরুথেকে গ্লোবাল রিক্রুটিং এজেন্সির মাধ্যেমে জাপানে কর্মী পাঠানো শুরু করা যাবে বলে আশাপ্রকাশ করেন।