স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মাধ্যামিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতি বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মনকে আরো বিকশিত করতে পদক্ষেপ নিয়েছেন। সাতক্ষীরা জেলা বিশ্ব ক্রীড়াঙ্গণে অন্যতম ক্ষেত্র তৈরি করেছে। এ জেলার ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানসহ অনেক খেলোয়াড় ভূমিকা রেখে চলেছে। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।’

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, প্রধান শিক্ষক রেজাউল করিম, ভদ্র কান্ত সরকার, জাহিদ হাসান, মনোরঞ্জণ ম-ল, আব্দুর রউফ, ইমরান ফকির, আবু সাঈদ, জাহাঙ্গীর আলম, মোবাশ্বেরুর রহমান, লাবনী দত্ত, সাইফুল ইসলাম, নাজমুস সায়াদাত, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ। ফাইনাল খেলায় অংশ নেয় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় বনাম জিফুলবাড়িয়া দাখিল মাদ্রাসা। খেলায় জিফুলবাড়িয়া দাখিল মাদ্রাসা ৩/০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এম. ঈদুজ্জামান ইদ্রিস।

পছন্দের আরো পোস্ট