সিবিআইএফটি এবং এসএলআইটিএ মধ্যে সমঝোতা স্মারক সই
চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিআইএফটি) বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ইনস্টিটিউট অব অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলের (এসএলআইটিএ) মধ্যে লক্ষ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।
গত ১৪ জুলাই (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয় করবীতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়েছে।
ওই সমঝোতা স্মারকে এসএলআইটিএ’র পক্ষে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েক এবং সিবিআইএফটি’র পক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান সই করেন।
এ সমঝোতা সিবিআইএফটির উচ্চশিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং শিক্ষাক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত সিবিআইএফটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করে ইতোমধ্যে বিবিধ সাফল্য অর্জন করে শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে।