রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক
রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে প্রাথমিক শিক্ষা, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা পৌরসভা প্রদত্ত সেবার বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে সক্রিয় মা দলের সদস্যদের অংশগ্রহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই ২০১৭) সকাল সাড়ে ১১টায় প্রাথমিক বিদ্যালয়ের প্রদত্ত সেবা, শিক্ষক ও অভিভাবদের দায়িত্ব কর্তব্য, পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ।
সাতক্ষীরা সদর হাসপাতাল প্রদত্ত সেবা ও ফি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন ইয়েস সদস্য মনিরুল ইসলাম। সাতক্ষীরা পৌরসভার সেবা, প্রযোজ্য ক্ষেত্রে ফি ও নারী কর্ণারের মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে আলোচনা করেন ইয়েস সদস্য ইসরাত রশিদ তন্বী। সক্রিয় মা দলের দলনেতা রেশমা খাতুন বলেন, নিজেদের ছেলে-মেয়েদের প্রতি মা’দের আরো সচেতন করতে সকলে মিলে কাজ করতে হবে।
মায়েরা ছেলে-মেয়েদের নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে বিদ্যালয় কর্তপক্ষকে প্রয়োজনে বাড়ি পরিদর্শনে মা দলের সদস্যদের সহযোগিতা নেয়ার প্রস্তাব করেন। এসময় অন্যান্য শিক্ষক, সনাক সাতক্ষীরা’র সহ-সভাপতি পলটু বাসার, ইয়েস দলনেতা জাহিদা জাহান মৌ এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ প্রমুখ