কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ফ্রিলান্সিং কর্মশালা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পোর্টফুলিও প্রেসেন্টেশন ও ফ্রিলান্সিং বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা। ২৮ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে শুরু হয় এই কর্মশালা।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য ড. মোহিত উল আলমের অনুপস্থিতিতে চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ কর্মশালাটি উদ্ভোধন করেন।
দুইদিনব্যাপী এই কর্মশালায় ওয়ার্ল্ড টপ ফ্রিলান্সার গোলাম ফারুক, ওয়ালিদ উজ জামান খান , তানভীর আহমেদ, আল মঞ্জুর এলাহি এবং সাজেদুল হক এর উপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করবেন।
কর্মশালার প্রথম দিনে আজ সকালে উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর কর্পোরেট প্রেসেন্টেশন এবং বিহেবিয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ফ্রিলান্সিং এবং ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত আলোচনা। তরুণ ফ্রিলান্সারগন এই কর্মশালা থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন বলে আয়োজকগণ আশা করছেন।
প্রভাষক আল মঞ্জুর এলাহি এর তত্বাবধানে এবং চারুকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালা চলবে আগামীকাল ২৯ জুলাই শনিবার পর্যন্ত।