টিএসসি গেমসরুম সংকুচিত করে সংগঠনের অফিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এটিকে। যেখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ভালো পরিবেশ তৈরি করে দেয়ার কথা উল্টো, গেমসরুমকে সংকুচিত করে দুটি সংগঠনের অফিস করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, টিএসসির বড় গেমসরুমে মাত্র দুটি টেবিল টেনিসের বোর্ড। আগে ৪ টি বোর্ড থাকলেও এখন রয়েছে দুইটি। অনেকগুলো ভাঙা টেবিল পড়ে আছে পাশে। শিক্ষার্থীদের বিলিয়ার্ড খেলার রুমটি দিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদকে। বর্তমানে শিক্ষার্থীদের এই বিলিয়ার্ড রয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে। এছাড়া ২টি দাবা এবং একটি কেরাম বোর্ড রয়েছে।

এই দাবা ও কেরামরুমের মধ্যে অফিস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংষ্কৃতিক সংসদ। সংগঠনটির সভাপতির দাবি কর্তৃপক্ষের অনুমতিতে অফিস করা হয়েছে।

Post MIddle

শিক্ষার্থীদের গেমসরুম বিভিন্ন সংগঠনকে কেনো দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে টিএসসি এর পরিচালক এ এম এম মহিউজ্জামান চৌধুরী বলেন, এটা আগের টিএসসির পরিচালক ভিসি স্যার এর নির্দেশে দিয়েছে। তাছাড়া বিলিয়ার্ড খেলাটা সরিয়ে নেওয়ায় খালি ছিলো ।

শিক্ষার্থীরা বলছেন, খেলাধুলার জন্য সরকার, বিশেষজ্ঞরা যেখানে গুরুত্বারোপ করছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেমসরুমে সংগঠনের অফিস কোনভাবেই কাম্য নয়।সম্পূর্ণ গেমসরুম শিক্ষার্থীদের জন্য কখন উন্মুক্ত করা হবে এমন প্রশ্নের জবাবে টিএসসির পরিচালক বলেন, অন্য জায়গাগুলো খালি হলে তখন তাদের সরানো যাবে।

একদিকে কর্তৃপক্ষের দাবি জায়গার সংকট, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সরাসরি সংগঠন নয় এমন অফিস রয়েছে টিএসসির ভিতরে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, টিএসসি গেমসরুম সাময়িকভাবে ব্যাবহার করতে দেওয়া হয়েছে। কখন সম্পূর্ণ গেমসরুম করা হবে এমন কোনো সদুত্তর নেই উপাচার্যের কাছে।

পছন্দের আরো পোস্ট