
ছিনতাইয়ের কবলে পাবিপ্রবি ছাত্র সায়েম মাহমুদ
অাবারো ছিনতাইয়ের কবলে পড়তে হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক (ইইই) ডিপার্টমেন্ট এর ৭ ব্যাচ এর ছাত্র সায়েম মাহমুদ কে।
গতকাল রাত আট দিকে মেছে ফেরার সময় পাবনার পৈলানপুর নামক জায়গায় নিজ মেছের সামনের মোড়ে তাকে ছিনতাইকারীরা শরিরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে।তার কাছে থাকা লেপটপ,মোবাইল এবং মানিব্যাগ নিয়ে যায়।
বর্তমানে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে তার বন্ধুরা জানান তারা তার বন্ধুর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিচান এবং ভার্সিটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।অন্যথায় এই বিচারের দাবিতে তারা ক্লাস বর্জন সহ কঠোর আন্দোলনে নামবেন।
উল্লেখ্য,মাঝে মাঝেই এই অবস্থার পুনরাবৃত্তি ঘটছে।