চবিতে বিদায় ও বরন অনুষ্ঠান

গত (২৪ জুলাই ২০১৭) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের নবাগত শিক্ষকদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো. জহুরুল আলম চৌধুরী ও এম.এস.-২০১৬ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে রসায়ন সমিতি ও চ.বি. রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির ভাষণ দেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সফিউল আলম।

Post MIddle

উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি নবাগত শিক্ষকদের অভিনন্দন, বিদায়ী সংবর্ধিত শিক্ষক প্রফেসর ড. জহুরুল আলমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন। তিনি বলেন, নবাগত শিক্ষকবৃন্দ সিনিয়র শিক্ষকদের সান্নিধ্যে থেকে তাঁদের পেশাগত সক্ষমতা বাড়াতে সচেষ্ট হবেন এবং শ্রেণীকক্ষে নিবেদিতপ্রাণে শিক্ষার্থীদের পাঠ দান করবেন এটাই প্রত্যাশিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করতে তরুণ মেধাবী শিক্ষকবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন-এর সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চ.বি. প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, রসায়ন বিভাগের বিদায়ী সংবর্ধিত শিক্ষক প্রফেসর ড. মো. জহুরুল আলম চৌধুরী এবং উক্ত বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ হাবিবউল্ল্যা।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. শামীম আক্তার, প্রফেসর ড. মো. মাহবুবুল মতিন, প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং প্রভাষক জনাব মো. কামরুল হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহেদুল হক বুলবুল, মো. তারেক মাহমুদ ও আনোয়ার হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিভাগের শিক্ষার্থী ইনজামাম উল হক ও সাহেলা আক্তার। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পছন্দের আরো পোস্ট