কুবি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নতুন কমিটি
দীর্ঘ প্রতিক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী এস এম শাহাদাত রহমান (তারেক)কে সভাপতি এবং একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু হানিফ ওয়াহিদকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার রাতে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ।
প্রসঙ্গত, রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।