এইচএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা
রাউজানে ঊনসওর পাড়া গ্রামের, চৌধুরী বাড়ি এক মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, গত কাল ২৩ তারিখে ৪টার সময় শহরে নিজ বাসায় আত্মহত্যা করেন।নিহতের নাম অপর্ণা চৌধুরী (১৯)। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার উনসওর পাড়ার মৃত দয়াল হরি চৌধুরীর মেয়ে।
নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ থেকে ব্যবসায় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। অনেক বছর ধরে তারা পাঁচলাইশ এলাকার মেডিক্যাল স্টাফ কোয়ার্টার গোয়াছি বাগান এলাকায় বসবাস করেন ।
জানাযায়, রোববার ঘর থেকে অর্পণার ঝুলন্ত লাশ নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে ভাত খাওয়ার পর বাথরুমে ঢুকেছিল অপর্ণা। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।#