ঢাবি ভিসি’র বাসভবনের আগুণ নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর বাংলোর কাছাকাছি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। বিদ্যুতের মেইন ক্যাবল ক্ষতিগ্রস্থ হয় এবং বিদ্যাতের খুটি পুড়ে যায়।
শুক্রবার ২১ জুলাই সকাল ৯ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঢাবি ভিসি বাংলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত।
অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ জোন-১ এর পরিচালক লুৎফুর রহমান জানান, অগ্নিকান্ড সঠিক কিভাবে ঘটেছে তা এখন বলতে পারবোনা। আগুণের কারনে বিদ্যুতের যে তার ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো ঠিক করছি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ভিসি এর বাংলোর ভিতরে লাগেনি, বাহিরে আগুণ লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার সেকশন চলে আসে। সাথে সাথে বিদ্যুতের লাইন অফ করে দেওয়া হয়। এখন সবকিছু নিয়ন্ত্রণে।