হাবিপ্রবিতে ২৫০ কেভিএ সাবস্টেশন উদ্বোধন

আজ (১৯ জুলাই ২০১৭) বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের বিদ্যুতের চাহিদার বিপরীতে ২৫০ কেভিএ বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করা হয়েছে। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম এ সাবস্টেশনটির শুভ উদ্বোধন করেন।

এসময় ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুর হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সাবস্টেশনটি স্থাপনের মাধ্যমে জিয়াউর রহমান হলে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হলো।

Post MIddle

এরপর উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন খেলার মাঠ পরিদর্শন করে খেলার মাঠকে সংষ্কার করে খেলার উপযোগী করতে সংশ্লি¬ষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিদের্শনা প্রদান করেন।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সন্মুখে বাঁশেরহাট সংলগ্ন ড্রেন পরিষ্কার করতে নির্দেশ প্রদান করেন। ড্রেনে ময়লা আবর্জনা না ফেলতে বাঁশেরহাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের অনুরোধ করেন।

পছন্দের আরো পোস্ট