কুয়েটে নতুন এম্বুলেন্স উদ্বোধন

আজ (১৯ জুলাই) বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন এম্বুলেন্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় এম্বুলেন্সটি পাওয়ার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নতুন এম্বুলেন্স সংযুক্ত হওয়ায় সেবার পরিধি আরো বিস্তৃত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যানবাহন কমিটির সভাপতি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ রিফাত সুলতানা শেলী, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট