বিইউএফটি জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
বিইউএফটি জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।অানুষ্ঠানিকভাবে সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে বিইউএফটির উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিঃ আইয়ুব নবী খান, রেজিস্টার আ.ন.ম রফিকুল আলম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আলী আজগর তালুকদার এবং জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রধান অতিথির সঙ্গে সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পি.এস টু চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ মাহফুজা আলম, এফডিটি ডিপার্টমেন্ট এর শিক্ষক সজীব ও পি.এ টু ভি.সি মনোয়ারা মুন্নিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।