সম্যক এর ৭ম বর্ষপূর্তি উদযাপন
চট্টগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ৭ম বর্ষপূর্তি উদযাপনে গতকাল চিত্রাংকন ও বৌদ্ধ ধর্মীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্টিত হয় ৷ নগরীর ডি.বি ইনিষ্টিউট স্কুলে এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ আয়োজনের প্রথম পর্বে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীর মাঝে পুরষ্কার প্রদান করা হয় ৷
অনুষ্টানের দ্বিতীয় পর্বে বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্টিত হয় ৷ অপরুপা বডুয়া পর্ণা সঞ্চালনায়, সম্যক এর প্রতিষ্টাতা ও সভাপতি শুভ বড়ুয়া সভাপতিত্বে পুরষ্কার প্রদান অনুষ্টানে উপস্থিত ছিল সামাজিক সংগঠন রেসকোর্স এর প্রতিষ্টাতা সভাপতি এস এ মুজিব, এবং আবৃত্তিকার সাকিব ৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্যক সংগঠনের সদস্য প্রণয় বড়ুয়া, চম্পক বডুয়া, অতনু বড়ুয়া, বিজয় বড়ুয়া, উৎসব বড়ুয়া, ইন্দ্রজিৎ বড়ুয়া রিদম, উৎসব বডুয়া , পিয়াল বড়ুয়া, ও অভিক বড়ুয়া মুন্না ৷