ড্যাফোডিল পলিটেকনিকে ফাউন্ডেশন ক্লাস
২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবর্ষের অধিনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সষ্টিটিউটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফাউন্ডেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সেশনের ক্লাসের পূর্বেই শিক্ষাথীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় সমূহঃ যেমন ,রসায়ন, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত ও ইংরেজী বিষয়ে বিশেষ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বেসিক ফাউন্ডেশন তৈরিতে এ ফাউন্ডেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পরিচালক কে এম পারভেজ, মো: আব্দুল হাকিম ও জহিরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সষ্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ অজহারুল ইসলাম। বর্তমানে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং মেডিকেল টেকনোলজিতে ভর্তি চলছে।
যোগাযোগ: বাড়ি:২বি, রোড:১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।