সিমকো হোল্ডিং এর মোজাফ্ফর গার্ডেন সিটি আবাসন মেলা
সিমকো হোল্ডিং লিঃ কর্তৃক তিনদিনব্যাপি মোজাফ্ফর গার্ডেন সিটি আবাসন মেলা -২০১৭ গত ১৩ জুলাই ২০১৭ ইং তারিখে উত্তরাস্থ আজমপুর সুভাস্ত ওয়ার্দা টাওয়ারে শুরু হয়। মেলাটির শুভ উদ্বোধন করেন সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিজিএমইএ এর ট্রাষ্টী বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিমকো গ্রুপের এমডি জনাব খুররুম সিদ্দিক, বিইউএফটির জনসংযোগ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ প্রমুখ।