তরুণ কবি ও কবিতা নিয়ে “কবিতার খোঁজে”

যুগে যুগে কবিতা রচিত হয়েছে প্রেমের আহ্বানে অথবা দ্রোহের প্রয়োজনেস্বদেশের আবেদনসৃজনে ও সৃষ্টির আনন্দেকিংবা তারুন্যের মিছিলে বা উচ্ছ্বাসের জোয়ারে ভেসে আর এই প্রেম-দ্রোহ-তারুন্য ও উচ্ছ্বাসকে কবিতায় তুলে আনা জাদুকরদের নিয়েই দিয়া আই এন সি  ও কথা কবিতা আবৃত্তি  দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে তরুণ কবি ও কবিতা নিয়ে “কবিতার খোঁজে” 

নবীন কবিদের উৎসাহ দিতেতাদের কবিতা গুলো আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাজমুল আহসানের কন্ঠে প্রকাশিত হবে নির্বাচিত ২০টি কবিতার  আবৃত্তি এলবাম। কবিতা আবৃত্তিতে আরো কন্ঠ দিবেন আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাশার ও তামান্না সরোয়ার নীপা। দেশের তরুণদের সাহিত্যচর্চাবিকাশ এবং সৃজনশীলতাকে আরো গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ প্রেমদ্রোহস্বদেশ চিন্তায় তারুণ্যের উচ্ছ্বাস ও আবেগ নিয়ে তরুণ কবিদের কাছে আহবান করা যাচ্ছে স্বরচিত কবিতা। তরুণ কবিদের নির্বাচিত কবিতা নিয়ে আয়োজন করা হবে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানেরপ্রদান করা হবে সম্মাননা পত্রপ্রকাশিত হবে কবিতার বই এবং নির্বাচিত কবিতার আবৃত্তি এলবাম

সোমবার (১০ জুলাই ২০১৭ ) থেকে  শুরু হওয়া ভিন্নধর্মী এই আয়োজনে নবীন কবিদের তাদের নির্বাচিত ও প্রকাশিত / অপ্রকাশিত দুটি করে কবিতা প্রেরন করার জন্য আহবান করা যাচ্ছে।  কবিতাগুলো পিডিএফ আথবা জেইপিজি ফরমেটে পাঠাতে হবে ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে radiadhk@gmail.com এই ইমেলে। সেই সাথে লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকাশিত কবিতার বইয়ের বিস্তৃত উল্লেখ করতে হবে (যদি থাকে)  নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো কবিতা থেকে বিশেষ জুরি বোর্ড বাছাই করে নেবেন ২০ জন কবিকে। যাদের মাঝ থেকে খুজে নেয়া হবে “কবিতার খোঁজে-২০১“-র বিজেতাকে। 

Post MIddle

কবিতা পাঠানোর নীতিমালাঃ   যে পাঁচটি বিষয়ের উপর প্রাধান্য দেয়া হবেঃ  স্বদেশ  দ্রোহ  প্রে ৪। সৃজন/সৃষ্টি ৫। তারুন্যের মিছিল বা উচ্ছ্বাস

নির্বাচনের জন্যে ১৮ থেকে ৩৫ বছ বয়সী বাংলাদেশি লেখকদের কবিতা বিবেচিত হবে। ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের জু পর্যন্ত প্রকাশিত / অপ্রকাশিত কবিতা এই প্রতিযোগিতায়গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। গ্রন্থ প্রকাশকালে লেখকের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।  অনুষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশে বসবাসরত এই দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। সেই সঙ্গে একটিঘোষণাপত্র দিতে হবে যেকবিতাটি লেখকে মৌলিক সাহিত্যকর্মলেখকের বয় নির্ধারিতবয়ঃক্রমের মধ্যে এবং কবিতাটি এই পুরস্কারের জন্যে পস্থাপন করা হচ্ছে। বয়স প্রমাণে জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের নদের অনুলিপি পাঠাতে হবে।

যদি অবগত হওয়া যায় যেপুরস্কারপ্রাপ্ত কোনো কবিতা অন্য কোনো বিতার হুবহু অথবা আংশিকপ্রতিরূপসেক্ষেত্রে পুরস্কার প্রত্যাহারের অধিকার সংরক্ষিত থাকবে এ ছাড়া অন্য যেকোন সিদ্ধান্ত গ্রহনপরিবর্তনপরিবর্ধনের অধিকার সংরক্ষিত থাকবে। বিস্তারিত জানা যাবেfacebook.com/radiamedia

৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবারবিকেল ৫টায় ঢাকাস্থ এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সায়েরা সেন্টারে এক স্বতঃফুরত  অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেশবরেণ্য জাতিসত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি বরেন্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তীকবি সোহাগ সিদ্দিকী,  আবৃত্তিশিল্পী নাজমুল আহসানআবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার,অভিনেতা নিয়াজ মোহাম্মাদ তারিক।

পছন্দের আরো পোস্ট