তরুণ কবি ও কবিতা নিয়ে “কবিতার খোঁজে”
যুগে যুগে কবিতা রচিত হয়েছে প্রেমের আহ্বানে অথবা দ্রো
নবীন কবিদের উৎসাহ দিতে, তাদের কবিতা গুলো আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাজমুল আহসানের কন্ঠে প্রকাশিত হবে নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি এলবাম। কবিতা আবৃত্তিতে আরো কন্ঠ দিবেন আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাশার ও তামান্না সরোয়ার নীপা। দেশের তরুণদের সাহিত্যচর্চা, বিকাশ এবং সৃজনশী
সোমবার (১০ জুলাই ২০১৭ ) থেকে শুরু হওয়া ভিন্নধর্মী এই আয়োজনে নবীন কবিদের তাদের নির্বাচিত ও প্রকাশিত / অপ্রকাশিত দুটি করে কবিতা প্রেরন করার জন্য আহবান করা যাচ্ছে। কবিতাগুলো পিডিএফ আথবা জেইপিজি
কবিতা পাঠানোর নীতিমালাঃ যে পাঁচটি বিষয়ের উপর প্রাধান্য দেয়া হবেঃ ১। স্বদেশ ২।দ্রোহ ৩।প্রে
নির্বাচনের জন্যে ১৮ থেকে ৩৫ বছ
যদি অবগত হওয়া যায় যে, পুরস্কার
৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, বিকেল ৫টায় ঢাকাস্থ এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সায়েরা সেন্টারে এক স্বতঃফুরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেশবরেণ্য জাতিসত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি বরেন্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, কবি সোহাগ সিদ্দিকী, আবৃত্তিশিল্পী নাজমুল আহসান, আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার,অভিনেতা নিয়াজ মোহাম্মাদ তারিক।