কোটা সংষ্কারের আন্দোলন করতে দেয়নি পুলিশ

বিসিএস পরীক্ষ্য়া বর্তমানে ৫৬% কোটা কমিয়ে ‘কোটা সংষ্কার’ আন্দোলনে আন্দোলনকারীদের শাহবাগে দাড়াতে দেয়নি পুলিশ।বুধবার(১২ জুলাই) বেলা ১১ টায় আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হতে চাইলে তাদের কে বাধা দেয় পুলিশ। ডিএমপি থেকে অনুমুতি নেই উল্লেখ করে পুলিশ জানায় শাহবাগে কোনো আন্দোলন করা যাবেনা। আন্দোলন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে করতে হবে।

এখানে বেশিক্ষণ অবস্থান করলে থানায় নেওয়া হবে বলে পুলিশ জানিয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে যায়। শাহবাগে আন্দোলন করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ বলেন, কোটা কমিয়ে মেধাবাদীদের সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। কিস্তু তারা সেটা করছেনা। আমরা চাই ৫৬% কোটা থেকে ২৫% করা হোক।

Post MIddle

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, শাহবাগে আন্দোলন করতে হলে ডিএমপি থেকে অনুমুতি নিতে হয়। যেহুতু তারা অনুমুতি নেয়নি, তাই তাদেরকে এখানে অবস্থান করতে দেওয়া হয়নি।

এদিকে বিসিএস পরীক্ষায় ‘কোটা সংষ্কারের’ আন্দোলনে ডাক দিয়ে ফেসবুকে ইভেন্ট খোলা হয়। সেই ইভেন্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পছন্দের আরো পোস্ট