নিয়োগ দেয়া হয়েছে জাবির প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ পদে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেনকে প্রো-ভিসি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য তাদের এ নিয়োগ দেয়া হয়।
Post MIddle
এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন।এর আগে অধ্যাপক মো. আমির হোসেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন আর অধ্যাপক শেখ মো. মনজুরুল হক আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্বরত ছিলেন। গত ১৯ জুন অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ শেষ হলে কোষাধ্যক্ষ পদটি খালি হয়। আর প্রো-ভিসি পদটি আগে থেকেই খালি ছিল।
পছন্দের আরো পোস্ট