ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ওরিয়েন্টেশন
আজ (৮ জুলাই) শনিবার সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান মিলনায়তন একাত্তরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর সৌরভ শিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান ও ডিআইইউর ছাত্র-বিষয়ক পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: জামশেদুর রহমান। বক্তাগণ নবীন শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন আলোকিত মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।