কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
গ্রীষ্মকালীন অবকাশ, শবেকদর, জুমাতুল বিদা এবং ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশ, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মে ছুটি ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ দিন থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ হয়।
তবে প্রশাসনিক কার্যক্রম চলে ১৫ জুন পর্যন্ত। দীর্ঘ এ ছুটি শেষে আগামীকাল রবিবার ৯ জুলাই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম একই সাথে শুরু হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।