মেধা বৃত্তি প্রদাণ করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

পড়ালেখায় কৃতিত্বের জন্য ২৩১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আজ (৫ জুলাই ২০১৭) বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, এইচ এন আশিকুর রহমান এমপি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

Post MIddle

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন ছিল আদর্শ দেশ গড়ার। ক্ষুধা ও দারিদ্রতা মুক্তিতে অনেক সাফল্য এসেছে। এখন স্বপ্ন দেখতে হবে আরো উন্নত থেকে উন্নততর দেশ গড়ে সবাইকে ছাড়িয়ে যাবার। আর সেজন্য বৃত্তিপ্রাপ্ত তরুণ মেধাবিদের উদ্যোমি হবার আহ্বান জানান তাঁরা। পরে অতিথিবৃন্দ ২০১৭ সালের বসন্তকালীন ও গ্রীষ্মকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মেধা বৃত্তি

পছন্দের আরো পোস্ট