আনন্দ পাঠশালা পরিবারের ভিন্নরকম ঈদ
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন ঈদ উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল সোসাইটি আনন্দ পাঠশালা পরিবার।গত (২৩ জুন) শুক্রবার নারায়নগঞ্জ রেললাইনের পাশে (আইএসডি) পরিচালিত আনন্দ পাঠশালার নিয়মিত শিক্ষার্থী অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন কাপড়, খার ও তাদেও পরিবারের জন্য ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতা করে নিউ হোপ ফাউন্ডেশন। আনন্দ পাঠশালার পরিচালক ওয়ালি উল্লাহ’র পরিচালনায় অতিথি ছিলেন ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল সোসাইটি (আইএসডি)’র প্রতিষ্ঠাতা জনাব খোরশেদ আলম নোবেল, সহ-প্রতিষ্ঠাতা আ.ফ.ম. মশিউর রহমান ও নোশীন শারমিলী, জনাব ফেরদৌস মিলন কাহের, নিউ হোপ ফাউন্ডেশনের ফয়সাল হৃদয়।
আনন্দ পাঠশালার শিক্ষক নুরুল আফসার, তুহিন, ইশতিয়াক, নাঈম, মুন্নি, বিথী, ঊর্মি, ঝিনুক,অনু, সুমন, রুহুল, লিমা, মনি, হিরা, সনিয়া সুমাইয়া, আশা, ফিরোজ, সবুজ,আরিফ ও ঊর্মি। নিউ হোপ ফাউন্ডেশনের অমি, সুমি, সোহাগ, সানজিদা, কুঞ্জন, মুনতাসির, তানভীর, মায়িদুল ও নয়ন প্রমুখ।