চুনারুঘাটে উসাকের ইফতার অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব হবিগঞ্জ ” (উসাক) এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২৩ জুন) অনুষ্ঠিতব্য মাহফিলে, সংগঠনের সভাপতি মোরশেদ আজাদ তূর্য এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সিরাজুম মুনিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পাবলিক, প্রাইভেট এবং মেডিক্যাল পড়ুয়া ১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।